About

কিঞ্জল্কিনী একটি সংস্কৃত শব্দ। যে এক সহস্র অম্লান পদ্মের মালা সাগর দেবতা দেবী দুর্গাকে দান করেছিলেন মহিষাসুরকে বধ করার আগে তার নাম কিঞ্জল্কিনী। আমার এই ব্লগটি অম্লান রচনার একটি সঙ্কলন হয়ে উঠুক সেটাই আমার সামান্য প্রচেষ্টা। তাই এই ব্লগের নাম রাখলাম কিঞ্জল্কিনী। আশাকরি আপনাদের ভালো লাগিবে।

আমার আরেকটি ব্লগ আছে – Indrosphere, ইংরেজিতে। একবার দেখবেন! ধন্যবাদ!

যদি আপনার এই ব্লগের বিষয় কোন মন্তব্য থাকে তবে নীচের ফর্মে লিখুন। আমি যতশীঘ্র সম্ভব উত্তর দেবার চেষ্টা করবো। আপনার প্রেরণা ও মন্তব্যের জন্য আগাম ধন্যবাদ।